কথিত যুবলীগ নেতা মহিউদ্দিন জনি সহযোগীসহ গ্রেপ্তার

পিস্তল ও গুলি উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

চাক্তাই রাজাখালী বিশ্বরোড এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে শাসানোর ঘটনায় আলোচিত কথিত যুবলীগ নেতা মহিউদ্দিন জনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে মীরসরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় শেখ শাকিল নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি, ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মীরসরাই এলাকা থেকে মহিউদ্দিন জনি ও শেখ শাকিল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে তারা জড়িত মর্মে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, মহিউদ্দিন জনি নগরের বাকলিয়া থানার রাজাখালী মাহফুজা কলোনীর মো. জসিম উদ্দিনের ছেলে। আর তার সহযোগী শেখ মোহাম্মদ শাকিল পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী শেখ মোহাম্মদ ইউসুফের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নগরের রাজাখালী ও আশপাশের এলাকায় রাজত্ব চলে যুবলীগের নামধারী কথিত নেতা মহিউদ্দিন জনি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না।
প্রসঙ্গত, গত ২৩ জুন চাক্তাই রাজাখালী বিশ্বরোড এলাকায় ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড যুবলীগের নেতা পরিচয় দানকারী মহিউদ্দিন জনিকে অস্ত্র হাতে প্রতিপক্ষের কয়েকজনকে শাসাতে দেখা যায়। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। এর আগে গত ২৭ জানুয়ারি সিটি নির্বাচনের দিনও রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে নির্বাচনী প্রতিপক্ষকে অস্ত্র হাতে তাড়া করতে দেখা যায় মহিউদ্দিন জনিকে। ওই ভিডিওটিও ছড়িয়ে পড়ে। এর আগেও অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া ও গুলি করে খবরের শিরোনাম হয়েছিলেন মহিউদ্দিন জনি।
র‌্যাবের এক কর্মকর্তা জানান, মহিউদ্দিন জনির প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ভিডিও এবং ছবি প্রকাশের পর র‌্যাব অভিযানে নামে। এ ছাড়া মহিউদ্দিন জনির অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ২৭ সেপ্টেম্বর থেকে
পরবর্তী নিবন্ধট্রাক কাভার্ডভ্যানে ৭২ ঘণ্টার কর্মবিরতি ২১ সেপ্টেম্বর থেকে