কত যে লাবণ্য ফোটে

ওমর কায়সার | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

কত যে লাবণ্য ফোটে শিল্পকলার সামনে
মুখর উঠোনে
শিরীষের পাতাগুলো কান পেতে মেয়েদের
উচ্চারণ শোনে।
বাচিকশিল্পীর ধ্বনি আবেশে বিলিয়ে দেয়
গোলাপ আতর
কি এক জাদুর মোহে পুরোটা বিকেলবেলা বিরহকাতর।
আজকের দিনটাকে মুদ্রা ছাড়া বহু মূল্যে
কিনেই নিলাম।
ভাবের নিলাম হাটে বিনিময়ে কয়েকটি
বাদাম দিলাম।
কাকে যেন আমি বলি, চল যাই হেঁটে হেঁটে
আজ বাতিঘরে
বইয়ের গন্ধ শুঁকি, দু একটা কথা বলি
অন্য এক স্বরে।
ফিরিঙ্গীবাজার ঘাটে দেখবে কি শুশুকের
অন্ধ ডিগবাজী
দুচোখের অন্ধ ভাষা নীরবে বুঝিয়ে দিল
রাজি আমি রাজি।
সমুদ্রে নেমেছে চাঁদ, পরীদের নৃত্য উৎসবে
ঝড়ো পতেঙ্গাতে
টিপের উজ্জ্বল রঙে বালিকা ছড়ায় অগ্নি
চোখের প্রপাতে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ায় কোভিডের মধ্যেই আরেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব
পরবর্তী নিবন্ধঅমানুষ