কড়াইয়ে জ্বাল দিয়ে উদ্ধার হলো এক কেজি স্বর্ণ

শাহ আমানতে ৩ যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

অভিনব কায়দায় আনা এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সদস্যরা একেবারে অভিনব পন্থায় আনা স্বর্ণগুলো জব্দ করে। দুবাই থেকে আসা তিন যাত্রী স্বর্ণগুঁড়ো করে কম্বলের সাথে লেপ্টে নিয়ে আসে। পরবর্তীতে কম্বল থেকে গুঁড়াগুলো উদ্ধার করে কড়াইয়ে জ্বাল দিয়ে উদ্ধার করা হয় এক কেজি স্বর্ণ।

গতকাল সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ দুবাই থেকে আসা ফ্লাইটের তিন যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কক্সবাজারের মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, ভোরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই তিন যাত্রী। এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ অভিযানে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় একটি কম্বলের মধ্যে অভিনব কায়দায় সেঁটে রাখা এক কেজি স্বর্ণের গুড়ো উদ্ধার করা হয়। স্বর্ণগুলো গুড়ো করে গ্লু দিয়ে কম্বলের সাথে লেপ্টে দেয়া হয়।

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আলিফ হোসেন বলেন, দুবাই থেকে আসা তিন যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় সোনা জাতীয় প্রতিচ্ছবি দেখা যায়। এ সময় তাদের লাগেজ খুলে সেখানে থাকা কম্বলের ভেতরে কাপড় মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে কিছু পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়। জব্দ করা দ্রব্যগুলো স্বর্ণ কিনা তা যাচাই করতে স্বর্ণাকার নিয়ে আসা হয়। কড়াইতে জাল দিয়ে সেগুলোকে দণ্ডে পরিণত করা হলে ৯৯৫ গ্রাম ওজনের ১০ দণ্ড প্রস্তুত হয়। তাছাড়া তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ওজনের ১৫টি সোনার চুড়িও জব্দ করা হয়। তিন যাত্রীকে আটক করা হয়েছে। তাদেরকে পতেঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ঘটনার ব্যাপারে একটি মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাকের সাথে দুই বাইকের সংঘর্ষ, বরযাত্রী নিহত