কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচন আজ ১৭ অক্টোবর সোমবার। নির্বাচনে চারজন চেয়ারম্যান, নয়টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৯ উপজেলার কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে আজ ভোট গ্রহণ করা হবে। জেলার ৭১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ৮ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৪ পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ ভোটার রয়েছেন ৯৯৪ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়রম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল (আনারস), জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ) এবং মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া পার্থ (প্রজাপতি)।