কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

১৭ পদে লড়ছে সরকারপন্থী ও বিরোধী দুই প্যানেল

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ আজ। সমিতির জেলা সদর ও চকরিয়া আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির ১৭টি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারপন্থী সম্মিলত আইনজীবী সমন্বয় পরিষদ ও সরকারবিরোধী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ৩৪ প্রার্থী। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারপন্থী সম্মিলত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেনসভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও জাপা নেতা এডভোকেট মো. তারেক।

অপরদিকে ইসলামী ও জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেনসভাপতি পদে এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তাহের আহমদ সিকদার। নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলমকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসহজ চাষাবাদে উদ্বুদ্ধ বাড়ছে সরিষার আবাদ
পরবর্তী নিবন্ধবহির্বিভাগে বাড়ছে রোগী, মিলছে সেবা