কক্সবাজারে বিশ্ব জলবায়ু কর্ম দিবস পালিত

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বাস্তবতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবর্তনের জন্য ব্যক্তিগত ও প্রাতষ্ঠানিক অঙ্গীকারকে উৎসাহিত করার মাধ্যমে বিশ্বকে একত্রিত করে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।
গত রবিবার সকাল ১১টায় দখল ও দূষণের হাত থেকে কক্সবাজার রক্ষার দাবিতে কক্সবাজারে দরিয়ানগর মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকতে নাগরিক সমাবেশ বাপা কক্সবাজার জেলা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। বক্তব্য রাখেন এএইচএম নজরুল ইসলাম, এম জসিম উদ্দিন, এনামুল কবীর চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, ইরফানুল হাসান, সাংবাদিক আহমদ গিয়াস, ইসমাইল সাজ্জাদ, মোহাম্মদ শহীদুল্লাহ, নুরুল আমিন সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধপ্রবীণ আইনজীবী মাহমুদুর রহমানের ইন্তেকাল