কক্সবাজারে টিকার আওতায় ৭২ শতাংশ মানুষ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলায় গতকাল সোমবার পর্যন্ত করোনা টিকার আওতায় এসেছে ১৯ লক্ষ ৫৬ হাজার ৩৪১ জন। যা মোট জনসংখ্যার ৭২ শতাংশ। জেলার বর্তমান জনসংখ্যা ২৭ লক্ষ ৮ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে ৭২% মানুষ প্রথম ডোজ নিলেও এ পর্যন্ত ৫৪% দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন বলে জানান কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি দৈনিক আজাদীকে জানান, কক্সবাজার জেলায় এ পর্যন্ত ১৪ লক্ষ ৬২ হাজার ৯৯৫ জন লোক দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং ৪৪ হাজার ৫২৬ জন লোক বুস্টার ডোজও নিয়েছেন। তিনি আরো জানান, জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ ৮১% টিকা নিয়েছেন রামু উপজেলায়। ইতোমধ্যে এ উপজেলার ২ লাখ ৫৪ হাজার ৬৫ জন মানুষ টিকা নিয়েছেন।
এর পরের অবস্থানে পেকুয়া ও উখিয়া। পেকুয়া উপজেলার ১ লাখ ৫৩ হাজার ৯৯০ জন ও উখিয়া উপজেলার ১ লাখ ৮৬ হাজার ১৭৯ জন টিকা নিয়েছেন, যা জনসংখ্যা অনুপাতে ৭৬ শতাংশ। তবে সবচেয়ে কম টিকা নিয়েছেন কুতুবদিয়া উপজেলার মানুষ। এ উপজেলার মাত্র ৬৪ শতাংশ লোক টিকা নিয়েছেন। কুতুবদিয়ায় ৯৪ হাজার ৩৮০ জন লোক টিকা নিয়েছেন। এছাড়া টেকনাফ ও চকরিয়ার ৭০%, মহেশখালীর ৭১% ও সদর উপজেলায় (নবগঠিত ঈদগাঁও উপজেলাসহ) ৭২% মানুষ টিকা নিয়েছেন। সদরে টিকা নিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৪৮১ জন, মহেশখালী উপজেলায় ২ লাখ ৬৮ হাজার ৩৪৩ জন, টেকনাফ উপজেলায় ২ লাখ ২০ হাজার ১৫৯ জন ও চকরিয়া উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৭৪৪ জন।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জাতীয়ভাবে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ৭০শতাংশ। আর সোমবার কঙবাজার জেলায় টিকা প্রদানের হার ৭২ শতাংশে উন্নীত হয়। যা চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। টিকা গ্রহণের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে শীর্ষে রয়েছে চট্টগ্রাম জেলা।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নুরুল আলম
পরবর্তী নিবন্ধঅভিযানের পর আবারও ইটভাটার কার্যক্রম চালু