কক্সবাজারে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৯:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে ফাতেমা বেগম(৭৬) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।

নিহতের মেজ ছেলে শফি আলম জানান, গত বুধবার(২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তার মা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি। আজ শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল খালে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারকারী ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, “বৃদ্ধা কীভাবে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার ব্যাপারে ঈদগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধএ কেমন শত্রুতা!