কক্সবাজার শহরের সাহিত্যিকপল্লী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিদুয়ান (১৮) নামের কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের গেইটের বিপরীত দিকে ছুরিকাহত হওয়ার পর রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তার সতীর্থরা ঘটনাস্থলে জড়ো হয়ে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
নিহত মোহাম্মদ রিদুয়ান স্থানীয় আবু বকর ছিদ্দিকের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার মাগরিবের নামাজের পর কক্সবাজার সিটি কলেজের পার্শ্ববর্তী সাহিত্যিকপল্লী এলাকার বাড়ি থেকে বের হয়ে আলীরজাঁহাল স্টেশনের দিকে যাওয়ার পথে ‘প্রিন্স অব কক্স’ নামের কমিউনিটি সেন্টারের সামনে রিদুয়ানকে পেছনে থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
কঙবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় ক্ষীপ্ত হয়ে স্থানীয়রা প্রায় আধঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।












