কক্সবাজারের ১২ সার্ভেয়ারকে একযোগে বদলি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১২ জন সার্ভেয়ারকে একযোগে বদলি করা হয়েছে। তাদের স্থলে ১০ জন নতুন সার্ভেয়ারকে কক্সবাজারে নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৪টি প্রজ্ঞাপনে ২২ জন সার্ভেয়ারকে বদলি ও ১০ জনকে নতুন পদায়ন করা হয়।

কক্সবাজার থেকে বদলি হওয়া সার্ভেয়ারদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার মো. সাইফুল ইসলামকে ফেনী জেলার পরশুরাম উপজেলা ভূমি অফিসে, রাজস্ব শাখার সার্ভেয়ার দুলাল খানকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা ভূমি অফিসে, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. ইব্রাহিম ফয়সালকে বান্দরবান জেলার সদর উপজেলা ভূমি অফিসে, একই শাখার সার্ভেয়ার মীর্জা মো. নুরে আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ভূমি অফিসে, সার্ভেয়ার হজরত আলীকে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা ভূমি অফিসে, সার্ভেয়ার মো. আবদুল কাইয়্যুমকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায়, সার্ভেয়ার মো. শরীফুল ইসলামকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায়, সার্ভেয়ার জিয়াউর রহমানকে বান্দরবান জেলার আলীকদম উপজেলা ভূমি অফিসে এবং সার্ভেয়ার মোহাম্মদ নুর উদ্দীন আলমকে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের ৩টি উপজেলা ভূমি অফিস থেকে বদলি হওয়া সার্ভেয়ারদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাখাওয়াত হোসেন এবং রামু উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল হাসানকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বদলি করা হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের (রাজস্ব) ৩০৩ নম্বর স্মারকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ৯ জন সার্ভেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারে নতুন নিয়োগ পাওয়া সার্ভেয়াররা হলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্ভেয়ার মো. আবু সাঈদ, একই কার্যালয়ের সার্ভেয়ার মো. আবুল কাশেম, নোয়াখালীর হাতিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মনিরুজ্জামান, নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার প্রনতোষ সাহা, ফেনী জেলার পরশুরাম উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার জামাল হোসেন, কুমিল্লা জেলার হোমনা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ মঞ্জুর হোসেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সৈকত চাকমা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম। এছাড়া ৩০৪ নম্বর স্মারকে লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. সাজ্জাদ হোসেনকে পেকুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও নিয়োগ পাওয়া সার্ভেয়ারদের আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে এবং নতুন কর্মস্থলে যোগ দিতে আদেশ দেওয়া হয়েছে।

গত ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ কক্সবাজারের সার্ভেয়ার আতিকুর রহমানকে আটকের পর একযোগে এই বদলির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকোর্ট হিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে আইন মন্ত্রণালয়কে চিঠি