ও মশা তোর যন্ত্রণা, আরতো প্রাণে সয়না

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

উপরের হেডিংটা প্রখ্যাত চিত্র পরিচালক প্রয়াত আজিজুর রহমান পরিচালিত সত্তরের দশকের সুপার ডুপার হিট ছবি অতিথি চলচ্চিত্রে কোকিল কণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিনের গাওয়া কিংবদন্তী চিত্রনায়িকা শাবানার লিপসিংয়ে একটি গানের প্রথম লাইন। অবশ্য হেডিংয়ে পাখি শব্দের পরিবর্তে মশা শব্দটি ব্যবহার করা হয়েছে।
গানটির কথা এই কারণেই মনে পড়ে যায়, মনে হয় আমরা এখন মশার রাজত্বে, তাদের ঔদ্ধত্যপূর্ণ শোঁ শোঁ শব্দের রক্তচোষা কামড়ে অসহায় অবস্থায় কিং কর্তব্য বিমূঢ়। এই মশককুলের হুল ফোটানোতে মানবদেহে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়াসহ অনেক মারাত্মক রোগের উৎপত্তি হয়। একেত করোনার ভয়াবহ থাবায় গোটা মানবজাতির অস্তিত্ব আজ সংকটের মুখে নিপতিত, সেই দুর্যোগের সময়কালে মশক কুলের এই নিদারুন অত্যাচার সহ্য করার মত মানসিক ধৈর্য্য জনমনে আর আছে বলে আমাদের মনে হয়না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে এই রক্তচোষা মশক কুলের নির্যাতন থেকে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশায় প্রত্যাশিত।
শেখ মোজাফ্‌ফর আহমদ, ফোররখ সেন্টার, নজুমিঞাহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপঁচিশে মার্চ : পৃথিবীর ইতিহাসে নৃশংসতম একদিন
পরবর্তী নিবন্ধলোড শেডিং