ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেললো পাকিস্তান। আইসিসির ওয়ানডে দলগত র্যাংকিংয়ে এখন তারা চার নম্বরে। পাঁচে নেমে গেছে ভারত। সিরিজ শুরুর আগে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান ছিল টেস্ট র্যাংকিংয়ের পঞ্চম অবস্থানে। ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের পর তাদের রেটিং বেড়ে হয়েছে ১০৬। পাকিস্তান চার নম্বরে উঠে আসায় পাঁচে নেমে গেছে ভারত। তাদের রেটিং ১০৫। গত দুই বছর ধরেই ৫০ ওভারের ক্রিকেটে দুরন্ত ছন্দে আছে পাকিস্তান।












