অতিরিক্ত পুলিশ মোতায়েন শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চুয়েটে ছাত্রলীগের বিবাদ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রোববার। এতে দুই ছাত্র আহত হয়। এরপর পর থেকে এখনো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করেছে। এদিকে গতকাল সোমবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। গতকাল বিকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থক শিক্ষার্থীরা রোববারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা কথা ছিল। তবে শেষ পর্যন্ত মিছিল করেনি। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন, একাধিক হলে তারা বহিরাগত লোকজন দেখেছেন। এই নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে রামদা হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে। রাম দা হাতে মহড়া দিতে দেখা ওই যুবক চুয়েট শিক্ষার্থী বলে কেউ কেউ দাবি করেছে। শিক্ষার্থীরা বলেছেন, রোববারের ঘটনার জের ধরে রাতে ড. কুদরাত এ খুদা হলের অন্তত ১০টি কক্ষের তালা ভাঙেন আ জ ম নাছিরের অনুসারীরা। শিক্ষার্থীদের বিছানাপত্র ফেলে দেন তারা। অপরদিকে নওফেল অনুসারীরা গিয়ে শেখ রাসেল হলের একটি কক্ষের তালা ভাঙেন।

চুয়েট ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. রেজাউল করিম বলেন, বাস ছাড়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। তবে সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ওই ঘটনার পর সংশ্লিষ্ট প্রশাসন চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্যের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। আহত দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ক্যাম্পাসের অবস্থা থমথমে। সহকারী পুলিশ সুপার (রাউজানরাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, চুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত ২০/২৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যতক্ষণ স্বাভাবিক পরিস্থতি সৃষ্টি না হবে ততক্ষণ পুলিশ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেললো পাকিস্তান
পরবর্তী নিবন্ধকরোনার বাধা পেরিয়ে এগিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদাতারা