ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাছ-মাংস

ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাছ-মাংস

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ওষুধের সাথে ফ্রিজে কাঁচা মাছ-মাংস রাখার দায়ে নগরীর পাহাড়তলী থানার অলংকার এলাকার দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হল- নিউ অলংকার ফার্মেসি ও মোহাম্মদীয়া ফার্মেসি। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফ্রিজে ওষুধের সাথে কাঁচা মাছ-মাংস রাখার দায়ে নিউ অলংকার ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মোহাম্মদীয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এর সত্যতা মেলায় দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমরিস ওয়ার্ম: পৃথিবীর ইতিহাসের প্রথম সাইবার হামলা
পরবর্তী নিবন্ধপটিয়ায় এক ঘণ্টা অবরুদ্ধ ইউপি চেয়ারম্যান