এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়েছে তারা। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদশে শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়ে দেয় ওমানকে। নির্ধারিত সময়ে এ খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।
৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলায় গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। পেনাল্টি শ্যুটআউটের প্রথম ৫ হিটে দুই দলই ৩ টি করে গোল করে। পরে খেলার ফলাফল নির্ধারণ হয় সাডেন ডেথে। বাংলাদেশ এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।