সিএসইতে লেনদেন ৫.২৬ কোটি টাকা

আজাদী ডেস্ক ম | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫.২৬ কোটি টাকা। ৩,৬৫৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১০.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫৩.০৪ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২১.৬৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ০.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৮.৩৩ পয়েন্টে।

সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ৫.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৯২৮.১১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৩,৩৪৫.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৭,০৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির, কমেছে ৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।

পূর্ববর্তী নিবন্ধওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫