ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে বাইক, আরোহী নিহত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈয়দ রাসেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নুরুল আলম মেম্বারের বাড়ির মো. ইব্রাহীমের পুত্র। তিনি নগরীর নন্দনকাননে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এ দুঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে ইটবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় রাসেলের মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের নিচে ঢুকে পড়লে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করে।ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধহেলমেট না পরা ও বেপরোয়া গতিই দায়ী
পরবর্তী নিবন্ধসিইউএফএলের অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ