সিইউএফএলের অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

৪ সদস্যের তদন্ত কমিটি

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় আগুন লাগে। সিইউএফএল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া খবর পেয়ে কাফকো, আনোয়ারা ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সিইউএফএল কারখানা সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টা ৫০ মিনিটের সময় সিইউএফএল সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিইউএফএল ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার শ্রমিক ও কর্মকর্তারাও আগুন নেভাতে এগিয়ে আসেন।

সিইউএফএলের ফায়ার অ্যান্ড সেইফটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার সকালে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন লাগে।

ঘটনার পর সিইউএফএল ফায়ার সার্ভিস ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এ ব্যাপারে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন পেশ করবে।

পূর্ববর্তী নিবন্ধওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে বাইক, আরোহী নিহত
পরবর্তী নিবন্ধচসিক-সিডিএকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ