ওপেনিং করাটা উপভোগ করছেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

অস্থায়ী ওপেনার হিসেবে বাংলাদেশ দলের ইনিংসের সূচনা করছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার হওয়ার পথে মিরাজ। সুযোগ পেয়ে পারফর্ম করায় ত্রিদেশীয় সিরিজ এমনকি বিশ্বকাপের মতো বড় ইভেন্টেও তার ওপরই ভরসা রাখতে চাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। ওপেনিংটা নিজেও বেশ উপভোগ করছেন এই অলরাউন্ডার। বিসিবির এক ভিডিওবার্তায় মিরাজ বলেন, যেহেতু ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলতে। আমি খুব এনজয় করছি। সবাই আমাকে খুব সাপোর্ট করছে। সবাই আমাকে নিয়ে খুব আত্মবিশ্বাসী। আমি নিজেও আত্মবিশ্বাসী। এখন শুধু ভালো ক্রিকেট খেলার অপেক্ষা। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। কী ফল হতে পারে সেটা না ভেবে মিরাজ প্রক্রিয়াটা ফলো করতে চান। তিনি বলেন আমরা চাই ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে।
তবে বিশ্বকাপের আগে এমন একটি সিরিজে ভালো করলে দল উজ্জীবিত হবে মনে করছেন মিরাজ। যেহেতু পাকিস্তান বিশ্বকাপে ভালো খেলেছে। সর্বশেষ এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে। পাশাপাশি স্বাগতিক নিউজিল্যান্ডের মাঠে আমরা খেলব। আশা করি বড় দুটো দলের বিপক্ষে যেহেতু আমরা খেলব, এখানে ভালো খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাস উঁচুতে থাকবে। আমরা যদি বিশ্বকাপের আগে এখানে পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে আরও ভালো খেলতে পারব । দলের প্রস্তুতি নিয়ে এই অলরাউন্ডারের কণ্ঠে ঝরে পড়লো সন্তুষ্টি। তিনি বলেন, আমাদের অনুশীলন ভালো হয়েছে। এখানে যে তিনদিন প্র্যাকটিস করেছি তাতে বোলাররা ভালো করেছে। ব্যাটসম্যানরাও ভালো করেছে। আমাদের দুটো গ্রুপে প্র্যাকটিস হয়েছে। প্র্যাকটিসটা আমরা যার যতটুকু দরকার ততটুকুই করেছি। আর কোচিং স্টাফ যারা আছেন তারা খুব হেল্প করেছেন আমাদের। আমাদের জন্য এখানে প্র্যাকটিস সেশন খুব সহজ ছিল না। এখানে একটু বেশিই ঠান্ডা। তারপরও সবাই এডজাস্ট করে নিয়েছে। এটা আমাদের টিমের জন্য খুব পজিটিভ সাইট।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
পরবর্তী নিবন্ধমালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল বাংলাদেশ