চট্টগ্রামের সেন্ট প্লাসিড্স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্ এসোসিয়াশেন (ওপিএ) দ্বারা পরিচালিত ওপিএ লিটারেসি স্কুল ছাত্রদের মাঝে সরকারি বই বিতরণ এবং এস.পি.এস ১৯৮৯ ব্যাচের সৌজন্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও দুপুরের খাদ্য বিতরণী অনুষ্ঠান গত ৭ জানুয়ারি সেন্ট প্লাসিড্স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি নেওয়াজ এ খান রিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছ উল্লাহর সঞ্চালনায় পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন সেন্ট প্লাসিড্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার সুব্রত লিও রোজারিও সি.এস.সি। বিশেষ অতিথি ছিলেন ওপিএ লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন গোমেজ সি.এস.সি।
সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রসেনজিত দত্ত রাজু, যুগ্ম সম্পাদক জোবায়ের হোসাইন, ট্রেজারার ইমরুল কায়েস, সদস্য : শওকত দোভাষ, ডেভিড পিনহারিও, ওয়াসিম শরীফ, এএসএম মামুনুর রহমান, রায়হান মোর্শেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক ওপিএন এরল গোমেজ, সিনিয়র সিলভাস্টার বার্নাভেট, এসপিএস ১৯৮৯ ব্যাচের পক্ষ থেকে ওপিএন আবু মোহাম্মদ আবিদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা ছাত্রদের নতুন বই খাতা নিয়ে বছরের শুরু থেকেই পড়া-লেখায় মনোনিবেশ করার আহ্বান জানান।
সভা শেষে ১৯৯৩ ব্যাচের ওপিএন হোসাইন মো. আরিফের সৌজন্যে সাবান বিতরণ করা হয়। এতে লিটারেসি স্কুলের শিক্ষক, অভিভাবক ও সিনিয়র ওপিএন এবং সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।