ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অপরাধের দায়ে নগরীতে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানের বিষয়ে মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে বহদ্দারহাটের আল-মদিনা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করার দায়ে ৮ হাজার টাকা জরিমানাসহ জব্দ ওষুধ ধ্বংস করা হয়। নিউ ম্যানিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নগরীর গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেড নামের ফিলিং স্টেশনকে পরিমাপে কারচুপি করে অকটেন বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্যালিব্রেশন না করা পর্যন্ত দুইটি ডিসপেনসার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। বহদ্দারহাট এলাকার ওয়ালটন প্লাজা ইলেক্ট্রনিঙকে কোম্পানি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিক্রি করায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। চকবাজার মোড়ের কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে উৎপাদিত দই, ফিরনিতে উৎপাদন-মেয়াদ না দেওয়ায়, উৎপাদিত খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।












