বকেয়া বেতনের দাবি

পাহাড়তলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর ইস্পাহানী রেল গেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন পাহাড়তলীর আলী আজম সড়কের ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পোশাক কর্মীরা জানান, ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের শ্রমিকরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিক পক্ষের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেও এ বিষয়ে সাড়া পাননি তারা। তাই বুধবার কারখানার কিছু শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে কিছু শ্রমিক সড়ক অবরোধ করেছে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। শ্রমিকদের দাবি নিয়ে বিজিএমইএ নেতা এবং মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (আজ) শ্রমিকদের বেতন দিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ কাটা ওষুধ সংরক্ষণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা করোনায় আক্রান্ত মাধ্যমিকের চার শিক্ষার্থী