এসো গড়ি সুন্দর বাংলাদেশ

মর্তুজা খানম | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

১৬ ডিসেম্বর ১৯৭১ এক গৌরবোজ্জ্বল দিন
এই দিনে আমরা এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
অর্জন করেছি আমাদের জন্মভূমি বাংলাদেশের জয়
লাখো শহীদের রক্তের বিনিময়ে
ছিনিয়ে এনেছি এ মহান বিজয়।

বাঙালি অজেয় জাতি, বাঙালির নেই কোন পরাজয়
শোক হোক শক্তি আর শক্তি থেকে জাগরণ
জাগরণে জাগরণে জয়যাত্রা দেশকালময়
তাই আকাশে-বাতাসে শুনি জয়ধ্বনি
নয় মাস যুদ্ধ শেষে এসেছে এ জয়
বাঙালি বীরের জাতি, বীরের সন্তান
নতুন নতুন সড়ক সেতু ও প্রকল্প গড়ে
চমক জাগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয়ের খুশিতে জেগেছে সবার প্রাণ
উড়ছে পাখি ফুটছে ফুল বহিছে ঘ্রাণ
বিজয়ের ছোঁয়ায় নেচে ওঠে শূন্যদেহে প্রাণ।

ওরে সবুজ ওরে অবুঝ, ওরে দামাল ছেলের দল
জাতীয় পতাকা নিয়ে বুক ফুলিয়ে চল এগিয়ে চল্‌
বিজয় দিবসে সাগর নদীর তীরে চল্‌
আমার দেশের রূপালি নদীর জল করে ছল ছল
লেখাপড়া জ্ঞানার্জন করে আমরা হবো খাঁটি
আমার দেশের মাটি যেথায় সোনার ফসল ফলে
সোনার চেয়েও খাঁটি

ওরে বীর সেনানি দল তোমরা হবে খাঁটি শিক্ষা-ধীক্ষায়
সোনার বাংলা সোনার দেশ, ভালোবাসো নিজের দেশ
ওরে তরুণ, ওরে অরুণ বীর সেনানী দল-
তোমরা জাতির শক্তি সাহস তোমরা দেশের বল
সবুজে শ্যামলে খাদ্যশস্যে ভরে দিয়ে
রূপেরঙে রসে-গন্ধে, ছন্দে-আনন্দে
এসো, আমরা সবাই মিলে গড়ে তুলি
সুখী-সমৃদ্ধ এক সুন্দর বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব দূর করতে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেয়া হোক
পরবর্তী নিবন্ধশিশুর অভিভাবক হওয়ার আগে প্রশিক্ষণ নেয়া প্রয়োজন