এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ওপেন হাউজ প্রোগ্রাম

| রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত এই প্রোগ্রামে ছিলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহের সুযোগ। এই ওপেন হাউজ প্রোগ্রামে ৫শতাধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন। সম্ভাব্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকে বিশ্ববিদ্যালয়, অন্তর্গত অনুষদ এবং বিষয়সমূহ সম্পর্কে ধারণা, ক্যাম্পাস পরিদর্শনের সুযোগ, অধ্যাপক এবং শিক্ষকমণ্ডলীর সাথে সরাসরি যোগাযোগ, শিক্ষার্থীদের আবাসন, আর্থিক সহায়তাসহ আরও অসংখ্য সুযোগসুবিধা সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ ধারণা প্রদান করা হয়। পাশাপাশি আগত অতিথিরা শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং আবাসিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগও পান। বিশিষ্ট মোটিভেশনাল বক্তা গোলাম সামদানী ডন এই অনুষ্ঠানে দু’টি বিশেষ সেশন পরিচালনা করেন। বিকেলে উপাচার্য ড. রুবানা হক অনুষ্ঠানের সমাপনি ঘোষনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের নতুন বিভাগ বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স ও মাইক্রোবায়োলজি এবং হিউম্যানিটিজ চালু করার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী শাপলা আবাসিকে সভা