এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর সভা

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এলডিপি চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সমন্বয়ক এম নাসিমূল হুদা।মহানগর সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড.কফিল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় সদস্য সচিব ছিদ্দিকুর রহমান,নাগরিক ঐক্যের মহনগর আহবায়ক সোহরাব হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস. এম. নিজাম উদ্দিন হারুন,দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বক্তব্য রাখেন জি এম শাহজাহান, ফজলুল কাদের তালুকদার, আখতারুল আলম, মনসুর আলম, আনিসুর রহমান, এস এম আবু জাফর, মো. আজহারুল ইসলাম অপু, আকরাম হোসেন, আ. কুদ্দস চৌধুরী, বি এম ছায়েদুল হক, মো. করিম. মো.হান্নান, মো. নূরুল আমিন, মো. বোরহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতি চর্চার পথ অবাধ করার দাবিতে উদীচীর স্মারকলিপি
পরবর্তী নিবন্ধসাইব স্টীলের দুই এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা