সাইব স্টীলের দুই এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

৯ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সিটি ব্যাংকের ৯ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ১৩৮ টাকা আত্মসাতের মামলায় মেসার্স সাইব স্টীল রি রোলিং মিলস’র দুই এমডির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুই এমডি হলেন, মোছা. ইসরাত জাহান ও মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের পাসপোর্ট জব্দ চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ। একপর্যায়ে বিচারক তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারি মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং থাকা অবস্থায় নতুন এ নিষেধাজ্ঞার কবলে পড়ল দুই আসামি।
আদালত সূত্র জানায়, সিটি ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৯ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ১৩৮ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স সাইব স্টীল রি রোলিং মিলস ও দুই এমডির বিরুদ্ধে ২০১৪ সালে একটি অর্থঋণ মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। একই বছরের ১২ নভেম্বর এ মামলায় ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করেন আদালত। রায়ে ৬০ দিনের মধ্যে ব্যাংককে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৫ সালের ১১ মে উক্ত টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধএলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৪ দিনে ৮ গরু চুরি