এম এ ওহাবের মতো নেতা বর্তমানে রাজনীতিতে বিরল

স্মরণ সভায় এম এ সালাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম বলেছেন, এম. এ ওহাব একাধারে সংসদ সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, সিডিএ চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও অর্থবিত্তের মালিক হননি। তিনি নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি আমৃত্যু আপোষহীন ছিলেন। ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। তাঁর মতো দক্ষ সংগঠক ও ত্যাগী নেতা বর্তমানে রাজনীতিতে বিরল। গতকাল বিকেলে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এম.এ ওহাবের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, কার্যনিবাহী সদস্য সরওয়ার হাসান জামিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
পরবর্তী নিবন্ধপরীক্ষা হওয়ার পাঁচ দিন পর পেলেন ইন্টারভিউ কার্ড