এমনি জীবন

ক্যামেলিয়া আহমেদ | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

জীবনের নৈবেদ্য সাজাতে সাজাতেই পার হয়ে গেল কত যুগ!
অথচ আজো পাওয়া হলো না কাঙ্ক্ষিত কিছু!
হীরা চুন্নি পান্না কণ্ঠে সজ্জিত হলো না মাল্য করে কিংবা অঙ্গুরীতে
যাওয়া হলো না স্বপ্নের কাছাকাছি!
জন্মের মাটিতে পা রাখা যায়নি বেশিকাল
অপ্রিয় অধ্যায় টেনে নিয়ে যায় অচেনা আলয়!
পরিচয় হবার পূর্বেই রক্ত প্লীহা ছিন্ন করে
পৃথিবীতে এসেছিলো নবজাত এক!
ভাঙা গড়ার ভিতর দিয়ে নির্মাণ হয় জীর্ণ জীবন!
সমুখের পথ হয়ে পড়েছিলো বড় নিঃসঙ্গ আলোহীন
মেঘে ঢাকা চারিদিক দুর্গম সে পথ!
কখনো বৃষ্টিতে ভিজে কখনো দহনে পুড়ে
পার হতে হয় সেই পথ!
সে নবজাতকের পথ নির্মাণ করতেই
পিছনে পড়ে যায় কাঙ্ক্ষিত অমূল্য সময়!
আকাঙ্ক্ষাগুলো তখন ভেসে বেড়ায় হৃদয় অ্যাকোয়ারিয়ামে!
লাল নীল মাছের মতো সুদৃশ্য হয়ে
যা শুধু কল্পনার দৃষ্টিতে দেখা যায় স্বচ্ছ কাচের ভিতর!
নবজাতকের জীবন সাজাতে সাজাতেই আজ আর কিছু নেই
উল্টো সমর্পিত সেই হাতে
এখানেই বুঝি জীবনের পূর্ণতা, সমাপ্তি–
কতটা বিসর্জনে অন্য জীবন আলোকিত হয়
কতটুকু পুড়ে পুড়ে শুদ্ধতায় বয়ে আনে তীর্থ ফেরা অনুভূতি
সেতো শুধু,আগুনই জানে!

পূর্ববর্তী নিবন্ধধূমপানে বিষপান
পরবর্তী নিবন্ধজবাব দিও