এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

এক সপ্তাহের মধ্যে সরে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আরেক বিশেষ সহকারী। এবার পদত্যাগ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভালের দায়িত্বে যুক্ত থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।

এর আগে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছিলেন গত ১০ মার্চ।

এ নিয়ে গত বছর নভেম্বরে প্রতিমন্ত্রী মর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়া তিনজনই পদত্যাগ করলেন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন
পরবর্তী নিবন্ধআজ আনজুমান ট্রাস্টের সিরাজুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল