তোমরা ভালোই করেছ
কতদিন নীলাকে বলেছি নীলিমার কাছে নিয়ে যাও,
প্রিয়া ডেকে ডেকে তৃষ্ণার্ত হয়েছি
নদী ফিরিয়ে দিয়েছে!
তোমরা ভালোই করেছ
চাঁদের পেছনে লুকোনো মাকে দেখতে চেয়ে
নোনা জল শুকিয়েছি
চোখে শুধু উত্তাপ
লক্ষ ঢেউ গোনা শেষ
বাবা আর ফিরে আসল না
কানামাছি খেলতে গিয়ে ভাই যে কোথায় লুকালো!
তোমরা ভালোই করেছ
একাকীত্ব আমার অসহ্য লাগে
আহ্ কতদিন পরে পেটপুরে ভাত খেলাম,
এবার আমাকে ঘুমাতে দাও,
কেউ জাগিয়ো না
দোহাই লাগে!