হাটহাজারীর এনায়েতপুর গণপাঠাগার ও সমাজ কল্যান কেন্দ্রের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ।
উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর জামান। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান অতিথি বলেন সুশৃঙ্খল সমাজ
বিনির্মাণে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। মানবিক মূল্যবোধ সম্পন্ন সদস্যদের নিয়ে প্রত্যেক এলাকায় সামাজিক সংগঠন গড়ে তুলতে পারলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার কাজ সহজ হবে।












