চসিকের উদ্যোগ শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

চসিকের উদ্যোগে গতকাল শনিবার একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘ক’ বিভাগের জন্য প্রভাত ফেরী, ‘খ’ বিভাগের জন্য আমার ভাবনায় ৫২’র

 

ভাষা আন্দোলন। চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেনচসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার, সহকারী শিক্ষক রুমেলা বড়ুয়া, গৌরী দাশ প্রমুখ। এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, শিশুকিশোরদের মাঝে ভাষা

আন্দোলনের গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। এই প্রতিযোগিতায় প্রায় দুইশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী ২৩ ফেব্রুয়ারি বিজয়ীদের ফলাফল স্ব স্ব স্কুলে পাঠিয়ে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েতপুর গণ পাঠাগার ও সমাজ কল্যাণ কেন্দ্রের ৫০ বছর পূর্তি
পরবর্তী নিবন্ধশিক্ষার মান উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে