এনজিও কর্মী চম্পা চাকমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের এনজিও কর্মী চম্পা চাকমাকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সচেতন রাঙামাটিবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন পদক্ষেপ এনজিও রাঙামাটির ব্রাঞ্চ ম্যানেজার মো. হাসান আলী, সুজনের জেলা শাখার সম্পাদক এমজিসান বখতেয়ার, সুমন চাকমা, উলিশিং মারমা, বিদুশী চাকমা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাটের

লালানগরে পদক্ষেপের ব্রাঞ্চের সহকারী ম্যানেজার চম্পা চাকমা ঋনের কিস্তির টাকা চাওয়ায় প্রকাশ্যে তাকে হত্যা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ৭ দিনেও হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে চম্পা চাকমা হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা