এতিমদের মাঝে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বস্ত্র বিতরণ

মুজিব শতবর্ষ

| সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী। সাধারণ সম্পাদক অ্যাড. এম হোসাইন রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসমত আলী, আয়েন শর্মা, বিদ্যুৎ বড়ুয়া, অ্যাড. ইলা চক্রবর্তী, আব্দুল হালিম, লিপি দেওয়ানজী, সাহেদ সাকিল, মো. নোমান, মো. ওসমান, আরিফুল উল্লাহ মুকুল, নেজাম উদ্দিন, রিংকী ফিনি, মো. ফরিদ, মো. সরোয়ার, আসিফ আলম, মো. লোকমান হাকিম, দিদার আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সমাজের সুবিধা বঞ্চিত ও দুস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে মুজিব শতবর্ষের উপহার হিসেবে এতিমদের মাঝে বস্ত্র তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিয়ের নামে প্রতারণার অভিযোগ
পরবর্তী নিবন্ধ১০৮ দিনে কোরআন হেফজ মরিয়মের