এডিস মশার বংশ বিস্তার রোধে ও অবৈধ উচ্ছেদ অভিযানে জরিমানা

চসিক ভ্রাম্যমাণ আদালত

| মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

চসিকের উদ্যোগে গতকাল সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর বহদ্দারহাট ও আরকান সড়কের পাঠানিয়াগোদা এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করেন।

এই সময় এডিস মশার উৎসস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসধারণকে সচেতন করা হয়। এবং চলাচলের রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন অপর অভিযানে নগরীর বায়েজিদ রোডের উভয়পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারত ও ভুটান বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়
পরবর্তী নিবন্ধউন্নয়নে স্বর্ণযুগের নেত্রী চট্টলদরদী শেখ হাসিনা