এখন ‘ডিজিব্যাংকিং’ অ্যাপ থেকে টাকা পাঠানো যাবে ‘নগদে’

| বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা এখন তাদের অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং’ ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ‘নগদ’ এর যেকোনো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। এ উপলক্ষে গত ৭ নভেম্বর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘ফান্ড ট্রান্সফার’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিআইটিও সুফী তোফায়েল আহমেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস (সেলস) মো. সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘দেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীর ঠাঁই হবে না ’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৬ জন