এক হোটেলকে তিন লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

হোটেলের রান্না ঘরে ছাগল জবাইসহ বিভিন্ন অপরাধে নগরের আগ্রাবাদ এলাকার একটি হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, অভিযানে আগ্রাবাদের এমব্রোসিয়া হোটেলের বিরুদ্ধে মামলা রুজু করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং হোটেলের রান্না ঘরে ছাগল জবাইয়ের অপরাধে এ জরিমানা করা হয়।
গরুর বাজারেও তদারকি : একই অভিযানে সাগরিকা গরু বাজার তদারকি করা হয়। এ সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রে, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ পৌরসভার ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে