এক শ্রেণি থেকে পাস করা ছাত্রের অন্য শ্রেণিতে ভর্তি হতে পুনঃ ভর্তি ফি লাগবে কেন?

সেলিম তালুকদার আকাশ | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

একশ্রেণিতে সারা বছর পড়ার পর বার্ষিক পরীক্ষার পাশ করা ছাত্র থেকে পুনঃ ভর্তি ফি কেন নিতে হবে! অভিভাবক বর্তমান সময়ে একজন সন্তানকে লেখাপড়া করাতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। দৈনন্দিন জীবনের চাহিদা মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ যোগানো সত্যিই কষ্টসাধ্য। প্রতিমাসের স্কুলের বেতন, খাতা কলম, টিউশন এর পিছনে ব্যয় করতে করতে অভিভাবকগণ এর অনেক কষ্ট সহ্য করতে হয়। ডিসেম্বর আসলেই মধ্যবিত্ত ফ্যামিলিকে পড়তে হয় বড় ধরনের বিপাকে।

স্কুলের বকেয়া বেতন পরিশোধ, পরীক্ষার ফি, নতুন জামা কাপড়, জুতো বই, গাইড, খাতা এসব কিনতে হয় চড়াদামে। এর মধ্যে আবার ভাবতে হয় স্কুলের পুনঃ ভর্তি ফি নিয়ে, স্কুল ভেদে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এর পরিমাণ। প্রশ্নহচ্ছে একই স্কুলে পড়ে বার্ষিক পরীক্ষায় পাস করে পরের শ্রেণিতে আবার নতুন করে ভর্তি হতে হবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানের এ রকম ব্যবসায়িক মন মানসিকতা ছেড়ে শিক্ষা কে সেবার পর্যায়ে বিবেচনায় রাখাটা প্রয়োজন। আশাকরি, এ ব্যাপারে সরকারের কঠোর বিধিনিষেধ মানতে বাধ্য হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। একই স্কুলে এক শ্রেণি থেকে পাস করা ছাত্রের পুন ভর্তি ফি পুরেটা অযৌক্তিক বলে মনে করি।

পূর্ববর্তী নিবন্ধঅবক্ষয়
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গতা