অবক্ষয়

নিতু চক্রবর্তী | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

বদলে গিয়েছি আমি

বদলে গিয়েছো তুমি

বদলে গিয়েছে সবই।

বদল এসেছে কথায়

বদল এসেছে ওজন মাপায়,

বাঁখারাটা হয়ে গেলো টাকায়।

মানসিকতায় বদল আসলো

ব্যাবহারেও তাই,

চাপাবাজি সনদ পেলো

দুর্নীতির গান গান।

অবক্ষয়ের চূড়ায় বসে,

সভ্যতারই ঢোল বাজায়।

প্রজ্ঞা যেন লোপ পেয়েছে

কথায় কথায় যুদ্ধ লাগায়।

বদলের তালিকায় দেশ গেলো,

যোগ্যলোক মূল্যহীন হলো

হিংসা, দ্বেষ এর রোষানলে

হৃদয়ের সম্পর্কগুলোও আজ

পরশ্রীকাতরতার দখলে।

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেল
পরবর্তী নিবন্ধএক শ্রেণি থেকে পাস করা ছাত্রের অন্য শ্রেণিতে ভর্তি হতে পুনঃ ভর্তি ফি লাগবে কেন?