এক মামলার শুনানিতে এসে অপর মামলায় কারাগারে ব্যবসায়ী

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এক্সিম ব্যাংকের ৮ কোটি ৪১ লাখ ৮ হাজার ১৮৬ টাকা আত্মসাতের অভিযোগে করা একটি জারি মামলায় চিটাগাং সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মো. নুরুন্নবী তালুকদারকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে কারাগারেও পাঠানো হয়েছে। অর্থ আত্মসাৎ সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতে আসলে ১৫ বছর আগের একটি জারি মামলায় তাকে এ সাজা দেয়া হয়। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ১১ জুলাই এ জারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত সূত্র জানায়, এক্সিম ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৮ কোটি ৪১ লাখ ৮ হাজার ১৮৬ টাকা আত্মসাতের অভিযোগে মো. নুরুন্নবী তালুকদারের বিরুদ্ধে ২০০৯ সালে উক্ত জারি মামলা দায়ের হয়।
ব্যবসায়ী নুরুন্নবীর পাশাপাশি একই জারি মামলায় অপর একজনকেও ৫ মাসের সাজা দেয়া হয়েছে। ওই ব্যক্তি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলেও জানিয়েছেন পেশকার রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকে বুঝে নেবে সাত খালের দায়িত্ব