এই ধুলোমাখা পথ
তোমার-আমার-আমাদের।
চলতে পারো, বলতেও পারো!
অচিরেই মিশে যেতে পারো
এই পৃথিবীর বিষণ্ন ঘ্রাণে;
মিশে যেতে পারো
কিন্তু…
বিমর্ষ আকাশটা ফিরে পেতে চাইবে
তোমার করুণ নিশ্বাস;
তোমার আগুন যাতনা;
পুড়বে তুমি ও তোমার বিশ্বাস
বাতাসে উড়বে এক আকাশ মেঘের কান্না
ঠাঁয় দাঁড়িয়ে পাবে না ঠিকানা।
প্রতিশোধ-আক্ষেপ জমবে
শূন্য আকাশে, বিষাদে !
কাঁদবে পৃথিবী ও প্রকৃতি
কাঁদবে বিশ্বাস ও আস্থা।