আমি আর তুমি

মীনহার সুলতানা নিকা | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

আমি চাই না দামি উপহার
চাই না সোনা গয়না
চাই না রাজবাড়ি
শুধু চাই বিশ্বাস
পেতে চাই হাতছানি ভালোবাসা।

যত বাধাই আসুক
যত ঝড় উঠেছে উঠুক,
দিন শেষে কেবল
কেমন আছি জানতে চেয়ো?

এইটুকু তো চাওয়া
এইটুকু আশায় বুক বেঁধেছি।

চাইলে হিমালয় পর্বতের মতো
চাওয়া-পাওয়াকে
বড় করতে পারতাম
তবে করিনি তাতে আসলে সুখ নেই
আছে নেশা-আছে ধ্বংস করার মতো
এক পাত্র বিষ।

আমি অল্পতেই সন্তুষ্ট
স্বল্পকে গল্পের বই বানাবো।
নাম দেব- আমি আর তুমি।

পূর্ববর্তী নিবন্ধআসুক নতুন ভোর
পরবর্তী নিবন্ধএক আকাশ মেঘের কান্না