একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াল পরিস্থিতি

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ হিসেবে সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার কাজে ব্যবহারের জন্য প্রতিটি ঘরে জাতিসংঘের দেয়া এলপি গ্যাসের সিলিন্ডারগুলো মুহূর্তের মধ্যে একের পর এক বিস্ফোরিত হতে থাকে। সাথে ছিল মৃদু বাতাস। ফলে মুহূর্তেই আগুন এক ব্লক থেকে অন্য ব্লকে ছড়িয়ে পড়ে।রোহিঙ্গা নেতা মাস্টার নুরুল আলম বলেন, আগুন লাগলেও এতবেশি ক্ষয়ক্ষতি হত না। এত বিশাল ক্ষয়ক্ষতির পেছনে গণহারে রোহিঙ্গাদের মাঝে রান্নার গ্যাস সরবরাহই দায়ী। কারণ রোহিঙ্গারা গ্যাসে রান্না করতে অভ্যস্ত নয়। অনেকে গ্যাস থাকার পরও লাকড়ির চুলাতে রান্না করেন। এছাড়া অনেকে সস্তায় গ্যাস বিতরণকারীদের কাছে তা বিক্রি করে দেন। এসব ছাড়াও গ্যাস রিফিলের সময় আসলে কেউ কেউ ঘরের সামনে এনে গ্যাস ছেড়ে দিয়ে তা আবার রিফিল করেন।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্ব যথাযথ মর্যাদার সাথে পালন করব
পরবর্তী নিবন্ধগান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু