একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে কাল

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৮:১৪ অপরাহ্ণ

উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বুধবার(২ মার্চ)।

শিক্ষামন্ত্রী দীপু মনি সকাল ৮টায় ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষামন্ত্রী এ সময় নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

গত বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

অংশগ্রহণকারী ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে। তবে এবার ভর্তিতে পরীক্ষা নেওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধলাশঘরের পাহারাদার তিন দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধসিআইইউর তারুণ্যমুখর ক্যাম্পাস লাইফে চালু হলো ‘নাইন টু নাইন’