একটি শুভ দিন

দোলা চৌধুরী | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বান লাভ এই তিনটি মহিমান্বিত এই মহা তিথি মিলে শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বৌদ্ধদের জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি দিন। শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বলে। পৃথিবীর অন্যন্যা বৌদ্ধ প্রধান দেশগুলোতে বুদ্ধ পূর্ণিমা পালন করেন, জাতিসংঘের এই দিনটিকে ‘বেশাখ’ ডে নামে অভিহিত করেছেন। সিদ্ধার্ত গৌতম এর জন্ম ৬২৩ খ্রিস্টাব্দে শাক্য বংশীয় রাজা শুদ্ধোধনের ও রানী মহামায়ার পুত্র রূপ কুমার গৌতম জন্ম গ্রহণ করেন নেপাল রাজ্যের লুম্বিনী কাননে। জন্ম মাত্র সাতটি পদে সাতটি পদ্ম প্রস্ফুটিত হলো, এ জৎগতে, জন্ম মাত্র জৈষ্ট আমি, শ্রেষ্ঠ আমি বলছেন ২৯ বৎসর বয়েসে গৃহত্যাগ করলেন, দীর্ঘ ছয়টি বছর কঠোর সাধনা করে অতিবাহিত করলেন অভিষ্ঠ লক্ষ্যে বৈশাখী পূর্ণিমার তিথিতে সুজাতার পায়েস অন্ন খেয়ে বুদ্ধত্ব লাভ করেন। পয়তাল্লিশ বৎসর দীর্ঘ সাধনার পর জীব ও জগৎ এর প্রতি অনুকম্পাপূর্বক বহু জনের হিতের বহুজনের সুখের জন্য দেব মান্যুর কল্যাণের জন্য সর্দ্ধম প্রচার করে মহাপরিনির্বাপিত হয়েছেন। তাই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ দের কাছে গুরুত্বপূর্ণ একটি শুভ দিন।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা খোঁড়াখুঁড়ি : সমন্বয়হীনতা দূর হোক, রেহাই চাই ভোগান্তি থেকে
পরবর্তী নিবন্ধবুদ্ধ পূর্ণিমার জয়গান