আমার একটা রক্তাক্ত কলম চাই
যা দিয়ে লিখবো আমি ভালেবাসার ইতিহাস।
ধবধবে সাদা কাগজে, লাল অক্ষরে
লিখে যাবো না পাওয়ার আর্তনাদ।
আমার একটা বিস্তৃর্ণ প্রান্তর চাই
মুক্ত হাওয়ায় উড়াবো
বুকের ভেতর জমাট বাঁধা
যত করুণ দীর্ঘশ্বাস।
দিতে পারো কি কোন খোলা আকাশ?
অজস্র নীলে ভেসে যাওয়া
এক টুকরো মেঘ।
শঙ্খচীলের ডানায় চেপে
স্বপ্ন গুলো ছড়িয়ে দিবো
দূর অজানায়।
আমার একটা মুক্ত প্রাঙ্গণ বড় প্রয়োজন
যেখানে দাঁড়িয়ে অকাতরে বলে যেতে পারি
না বলা যত কথা।
স্বাধীনতা নামক পরাধীনতার শিকলে বাঁধা
একটি হৃদয়ের আর্তচিৎকার।
বলো, দিতে পারো কি কেউ আমাকে;
প্রাণ খুলে ভালোবাসার অধিকার?