সহস্র বছর প্রতীক্ষা শুধু একটি অমাবস্যার জন্য।
কোটি তারার আলিঙ্গনে ম্লান হবে সব কাচ ভাঙা শব্দ।
নীরবে উড়ে যাবে একটি অন্ধ বাদুর।
সবার অ-লক্ষ্যে..
অমাবস্যা, চুপিচুপি মুছে দেবে আমার দু-চোখ।
তবু চোখের আকাংখাতে শুক্লা দ্বাদশী।
সহস্র বছর প্রতিক্ষা..শুধু একটি অমাবস্যার জন্য।
কেউ নেবে না.. আমার জানালায়,
ভাঙা কাঁচের খবর, সেই গলে…
ঝাপসা পুর্নিমারা আজো খেলা করে আমার ভেতর।
রাতের গভীরে..তীব্র হবে কামিনীর সুবাস।
মত্ত হবে নাগরাজের…কঠিন বলয়।
ডায়রীর পাতাগুলোয় জুড়ে থাকবে দৃষ্টিহীন রাতের কাব্য।
তবু ..সহস্র বছর প্রতীক্ষা..শুধু একটি অমাবস্যার জন্য।
সে অমাবস্যায়..তারাদের শোনাবো আমার গল্প।
কেউ দেখবে না আর মন খারাপের রং।
হাসনুহেনার আসক্তিতে, আত্মসমর্পণ করে যাবে..
প্রতিটি নির্লিপ্ত, একক প্রেমানুকাব্য।
আঁধারের কালোতে..বারংবার মিলিয়ে যাবে
বোবা রাতের চিৎকার।
আর তুমি…? খুঁজে যাবে তোমায়..
আমার অমাবস্যার কবিতায়।