দিনের পর আসছে দিন
বছরের পর বছর
নতুন দিনের নতুন আলোয়
শান্তি নামুক ঝরঝর ।
পুরনো কথা পুরনো ব্যথা
স্মৃতি হয়ে থাকুক
নতুন দিনের আশাতে মন
স্বপ্ন এঁকে রাখুক।
স্বপ্ন দেখতে নেই তো বারণ
মন গভীর সীমাহীন
আশার আলোয় মন হাসুক
ভালোয় হাসুক প্রতিদিন।
যাচ্ছে দিন আসে না ফিরে
শুধু এগিয়ে যেতে ডাক
জীবন প্রদীপ নিভে গেলে
সব ভালো থেকে যাক।
নতুন আসুক জীবন হাসুক
মায়ায় রাঙা দিন
স্বপ্ন থাকুক জীবন আলোয়
নিঃশ্বাস যতদিন।






