এওচিয়া ব্রহ্মময়ী কালী মন্দিরে মহানামযজ্ঞ আজ শুরু

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়াস্থ এওচিয়া ব্রহ্মময়ী কালী মন্দিরে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী ও রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব দিবস স্মরণে ৪৩তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ আজ হতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-ধর্মসভা, নগর কীর্তন, গীতাপাঠ, সংগীতাঞ্জলি, নামযজ্ঞের অধিবাস, মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন বৈষ্ণব প্রবর বাবলা চক্রবর্তী ও অধিবাস কীর্তন করবেন শম্ভুনাথ দাশ। আগামী ২২ মার্চ ঊষা কীর্তনের মধ্যে দিয়ে তারকাব্রহ্মনামযজ্ঞের সম্পন্ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শিশু দিবসে বন্দর কর্তৃপক্ষের বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধপানি শাহ (ক.) এর ৬৪তম ওরশ আজ