এই ফেরাকে কামব্যাক বলতে চাই না : শাবনূর

| সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূরের নতুন সিনেমা ‘রঙ্গনা’র মহরতে এল আরেক নতুন সিনেমার ঘোষণা। নয় বছর পর ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন তিনি, তবে এই ফেরাকে কামব্যাক বলতে নারাজ শাবনূর। তিনি বলেন, এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব আরও কাজ করার। একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারাজীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। খবর বিডিনিউজের। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এবং এম এস ফিল্মসের ব্যানারে রঙ্গনা সিনেমার মহরত হয় রাজধানীর ঢাকা ক্লাবে। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এবং এম এস ফিল্মসের ব্যানারে রঙ্গনা সিনেমা দিয়ে বিরতি ভাঙছেন শাবনূর। শনিবার এ অনুষ্ঠানে শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেই সিনেমার নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের নির্মাণ ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ শেষ করেই ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। রঙ্গনা সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলো রেকর্ডিং হয়েছে। রঙ্গনার কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে, এখন চলছে সেই প্রস্তুতি। এতদিন পর সিনেমায় ফেরা নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা হচ্ছে জানিয়ে শাবনূর বলেন, অনেকে আমাকে বলেছেন, ‘তুমি এতদিন পর এসে কি করবে?’ সিনেমা ঘিরে অনেক তর্কবিতর্কও হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি, কর্ম করলে কেষ্ট মেলে। ভালো কিছু করতে গেলে ঘাতপ্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাপ্পার সংগীতায়োজনে দেবাশীষের ‘এখন নামবে শ্রাবণ’
পরবর্তী নিবন্ধমমতা কালচারাল ইনস্টিটিউটের নৃত্য কর্মশালা